সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অব্যাহত রয়েছে।
নাম পরিচয় গোপন রেখে ঢাকায় বসবাসরত এক বিত্তশালী ব্যক্তি গত ২০ দিন হতে উপজেলার রামজীবন, তারাপুর, দহবন্দ, ধুমাইটারি, জরমনদী, বেলকা, হরিপুর, কাপাসিয়া, শ্রীপুর ইউনিয়রে বিভিন্ন এলাকায় অসহায় বৃদ্ধ-বৃদ্ধা শীতার্ত ব্যক্তিদের খুজে বের করে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছেন।
আর এই মহৎ কাজটি পরিচালনা করছেন সুন্দরগঞ্জ বাজার মসজিদের খতিব সৈয়দ মাহমুদ হাসান। তার এই কাজে সহায়তা করছেন বিভিন্ন ইউনিয়নের প্রতিষ্ঠান প্রধান, দায়িত্বশীল ব্যক্তি ও সুধীজন। চলতি শীত মৌসুমে এ পর্যন্ত প্রায় ৭০০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন।
সুন্দরগঞ্জ বাজার মসজিদের খতিব সৈয়দ মাহমুদ হাসান বলেন ওই ব্যক্তি দীর্ঘদিন হতে পরিচয় গোপন রেখে শীতবস্ত্র বিতরণ করে আসছেন। তার পক্ষে এই করে আসছেন তিনি। এটি একটি নিরপেক্ষ কাজ, এখানে কোন দলমত নেই। বিভিন্ন ইউনিয়নের প্রতিষ্ঠান প্রধান ও দায়িত্বশীল ব্যক্তিবর্গের সহায়তা নিয়ে একদম অসহায়-অস্বচ্ছল শীতার্ত ব্যক্তিগণের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। শীতবস্ত্র পেয়ে খুশি অসহায় শীতার্ত মানুষগুলো।
বেকাটারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওবাইদুল হক চৌধুরী বলেন, এটি অত্যন্ত জনহীতকর কাজ। যে ব্যক্তি এই কার্যক্রমটি পরিচালনা করে আসছেন তিনি একজন মহৎ মানুষ। আল্লাহতালা যেন তার মনবসনা পুরুন করেন।
বেলকা মজিদপাড়া পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ বলেন, অনেক মানুষ সমাজে রয়েছে, ক’জনে এমন কাজ করে থাকেন। তিনি অসহায় মানুষের জন্য পর্দার আড়ালে থেকে যে কাজটি করছেন, সেটি অত্যন্ত প্রসংসনীয় কাজ এবং ভাল কাজ। সমাজে এ ধরনের মানুষের সংখ্যার অনেক দরকার।