গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে মুসল্লিদের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
আজ (শুক্রবার, ২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার ওলামা মাশায়েখ, দাওয়াতে তাবলিগের সর্বস্তরের সাথি ও তৌহিদি জনতা’র আয়োজনে শহরের মদিনা মারকাজ মসজিদ থেকে বের হয়ে একটি বিশাল বিক্ষোভ মিছিল ঢাকা-রংপুর মহাসড়ক সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাওলানা আলহাজ্ব মোশারফ হোসাইনের সভাপতিত্বে এবং মাওলানা আকরাম হোসেন রাজুর সঞ্চালনায় এই সমাবেশে বক্তব্য রাখেন মুফতি তোহিদুল ইসলাম তুহিন, মুফতি আতাউর রহমান, হাফেজ আব্দুল মমিন, মাওলানা মীর খায়রুল ইসলাম, হাফেজ মুফতি এনামুল হাফিজ প্রমুখ।
সমাবেশে বক্তারা টঙ্গীর ইজতেমা ময়দানে অতর্কিত হামলায় নিহত ও আহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের উপযুক্ত বিচার দাবি করেন। সেই সাথে বাংলাদেশে সা’আদপন্থীদের সকল কার্যক্রম অজীবনের জন্য নিষিদ্ধের দাবি জানান।