মাধুকর ডেস্ক►
লন্ডন ভিত্তিক স্বনামধন্য ম্যাগাজিন ইকোনোমিস্ট বাংলাদেশকে ২০২৪ সালের ‘কান্ট্রি অব দ্য ইয়ার’ (বর্ষসেরা দেশ) হিসেবে ঘোষণা করেছে। রাজপথে ছাত্রদের নেতৃত্বাধীন আন্দোলনের মাধ্যমে স্বৈরতান্ত্রিক শাসনের অবসান ঘটানোর স্বীকৃতি হিসেবে এ ঘোষণা দেওয়া হয়।
অভিজাত ম্যাগাজিনটি গত ১৯ ডিসেম্বর তাদের ওয়েবসাইটে এক ঘোষণায় বলে, ‘আমাদের বিজয়ী বাংলাদেশ, যারা স্বৈরশাসকের অবসান ঘটিয়েছে।’
এতে রানারআপ হিসেবে নাম ঘোষণা করা হয়েছে সিরিয়ার। গত ৮ ডিসেম্বর বাশার আল আসাদের পতনের মাধ্যমে সিরিয়ায় অর্ধশতাব্দীর একনায়কতন্ত্র অবসানের স্বীকৃতি হিসেবে দেশটির নাম ঘোষণা করা হয়।
ইকোনোমিস্ট উল্লেখ করে, গত আগস্ট মাসে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন রাজপথের আন্দোলনের মাধ্যমে ১৫ বছর ধরে শাসন ক্ষমতায় থাকা শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়। এতে বর্ণনা করা হয়, কীভাবে একজন স্বাধীনতাযোদ্ধার মেয়ে নির্যাতনকারী হিসেবে আবির্ভূত হন; কীভাবে তিনি ভোট কারচুপি, বিরোধীপক্ষকে জেলে পাঠানো এবং নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের ওপর গুলি করার নির্দেশ দেন।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ক্ষমতার পালাবদলের বিষয়টি এখন পর্যন্ত বেশ উৎসাহব্যঞ্জক। শিক্ষার্থী, সেনাবাহিনী, ব্যবসায়ী ও সুশীল সমাজের সমর্থনে নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী টেকনোক্রেট সরকার দায়িত্ব নিয়েছে দেশ পরিচালনার। ম্যাগাজিনটির দৃষ্টিতে এই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে এনেছে এবং অর্থনীতিকে স্থিতিশীল করতে কাজ করছে।
২০২৫ সালে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আদালতের নিরপেক্ষতা ও বিরোধী দলগুলোর সংগঠিত হওয়া নিশ্চিতে এবং ভারতের সঙ্গে সম্পর্ক মেরামতে কাজ করছে অন্তর্বর্তী সরকার।
ইকোনোমিস্টের ভাষ্য অনুযায়ী, এসব কাজের কোনোটিই সহজ হবে না। তবে স্বৈরাচারের পতন হওয়ায় এবং আরও উদারপন্থি সরকারের দিকে এগিয়ে যাওয়ায় বাংলাদেশ তাদের দৃষ্টিতে এবার বর্ষসেরা দেশ।