পিআইডি, রংপুর►
‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ এই প্রতিপাদ্যে রংপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উদ্যাপিত হয়েছে।
আজ (বুধবার, ১৮ ডিসেম্বর) সকালে রংপুর জেলাপ্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, ইসলামি ব্যাংক পিএলসি এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম-এর আয়োজনে রংপুর জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।
প্রধান অতিথির বক্তৃতায় বিভাগী কমিশনার বলেন, রেমিট্যান্স একটি দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। রেমিট্যান্স বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশের মাথাপিছু আয় এবং মোট জিডিপিও বৃদ্ধি পায়। প্রবাসী ও অভিবাসীরা কঠোর পরিশ্রম করে দেশে রেমিট্যান্স পাঠান। প্রবাসী এবং অভিবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। তাঁদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। তিনি প্রবাসী এবং অভিবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বলেন, তাঁদের রেমিট্যান্স প্রেরণ, যাতায়াত, ভিসা প্রাপ্তি প্রভৃতি বিষয়কে আরও সহজ ও নির্বিঘ্ন করতে সরকার কাজ করেছ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শুশান্ত কুমার রায়, রংপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মালিক মোহাম্মদ তৈমুর গোফরান, ইসলামী ব্যাংক পিএলসি রংপুরের জোনাল হেড মোঃ শফিয়ার রহমান প্রমুখ।
আলোচনাসভায় সরকারি কর্মকর্তা, প্রবাসী, অভিবাসী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে রংপুরের সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারীকে পুরস্কার এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। আলোচনাসভার পূর্বে দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি রংপুর জেলাপ্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয়ে সুরভি উদ্যান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।