Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৮-১২-২০২২, সময়ঃ দুপুর ০২:৪২

সাদুল্লাপুরে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ১২৭০ কুষ্ঠ রোগি

সাদুল্লাপুরে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ১২৭০ কুষ্ঠ রোগি

সাদুল্লাপুর প্রতিনিধি ►

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এ পর্যন্ত ১ হাজার ২৭০ জন মানুষ কুষ্ঠ রোগে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে চলতি বছরে নতুন করে ১১ জন সনাক্ত হলে ৭ জন রোগি চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে সাদুল্লাপুরে দি লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের এমইডিপিডি প্রজেক্টের আয়োজিত যোগসুত্র স্থাপন ও এ্যাডভোকেসি সভায় এ তথ্য জানানো হয়।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসান বেগম। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহীনুল ইসলাম মন্ডল।

দি লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের এমইপিডি প্রজেক্টের এরিয়া ডেভেলপমেন্ট অফিসার শরিফুল ইসলামের সঞ্চালনা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌসি আক্তার, এমইপিডি প্রজেক্টের ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর প্রমোদা রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএলসিএ নাহিদা আক্তার প্রমুখ।  

এমইপিডি প্রজেক্টের এরিয়া ডেভেলপমেন্ট অফিসার শরিফুল ইসলামের বলেন, এই উপজেলা কুষ্ঠ ও প্রতিবন্ধী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড রয়েছে। এ সমিতির হতদরিদ্র সদস্যদের সরকারি-বেসরকারি সেবাদান প্রতিষ্ঠানের সঙ্গে যোগসুত্র স্থাপন করার লক্ষে কাজ করা হচ্ছে। 

তিনি আরও বলেন, কুষ্ঠ রোগ কোন ছোয়াচে রোগ নয়। এ নিয়ে ভয়ের কারণ নেই। তাই কুষ্ঠ রোগিদের পরিবার কিংবা সমাজে অবহেলা করার দরকার নেই। তাদের প্রতি সবাই আন্তরিক হবো। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad