Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৩-১১-২০২৪, সময়ঃ বিকাল ০৫:২১

শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের লক্ষ্যে গাইবান্ধায় ছাত্রদলের প্রস্তুতি সভা

শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের লক্ষ্যে গাইবান্ধায় ছাত্রদলের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক►

জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় এবং তাদের মতামত অনুযায়ী কমিটি গঠনের লক্ষ্যে গাইবান্ধায় প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ (শনিবার, ২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের সার্কুলার রোডে বিএনপির জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজমুল হক, যুগ্ম সম্পাদক কাওছার মাহমুদ ও জামিল হোসেন মুরসালিন। এছাড়াও জেলা, উপজেলা, পৌর এবং কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দগণ এতে অংশ নেন। 

এ সময় বক্তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শাসনব্যবস্থার পতনের পর আগামীদিনে গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই গণমানুষের প্রত্যাশা। সেই নতুন দিনের বাংলাদেশ সম্পর্কে শিক্ষার্থীদের সামষ্টিক আকাঙ্ক্ষা, শিক্ষাঙ্গনে কেমন ছাত্র রাজনীতি তারা প্রত্যাশা করে, শিক্ষার পরিবেশ ও দেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তাদের মূল্যায়ন ও প্রস্তাবনা, শিক্ষাঙ্গনে কাঠামোগত নিপীড়ন, নারী শিক্ষার্থীদের শিক্ষার প্রতিবন্ধকতাসহ সামগ্রিক বিষয়ে গাইবান্ধার জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা মতবিনিময় করব। সেইসঙ্গে সাধারণ শিক্ষার্থীদের মতামত অনুযায়ী আগামীতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কমিটি গঠন করা হবে।  

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad