Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-৭-২০২৪, সময়ঃ রাত ০৭:৫৫

ভারতকে হারিয়ে এশিয়া কাপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

ভারতকে হারিয়ে এশিয়া কাপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

খেলা ডেস্ক►

এশীয় শ্রেষ্ঠাত্বের মঞ্চে ভারতের আধিপত্য বরাবরই। আগের আট আসরের সাতবারই চ্যাম্পিয়ন তারা। এবার অষ্টম শিরোপার জন্য মাঠে নেমেছিলেন হানমানপ্রীতরা। কিন্তু, এই যাত্রায় শ্রীলঙ্কার সামনে টিকতে পারল না ভারত। তাদের জয়ের রথ থামিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কার নারী ক্রিকেট দল।

নারী এশিয়া কাপের নবম আসরের ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। এই নিয়ে তৃতীয় চ্যাম্পিয়ন পেল টুর্নামেন্টটি। শ্রীলঙ্কার আগে সাতবার জিতেছে ভারত, একবার জিতেছে বাংলাদেশ।

শ্রীলঙ্কার ডাম্বুলায় আজ রোববার ফাইনালে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রান তোলে ভারত। জবাব দিতে নেমে ১৮.৪ ওভারেই ১৬৭ রান করে জয়ের বন্দরে চলে যায় শ্রীলঙ্কা।

নারী এশিয়া কাপের সর্বোচ্চ রানের ফাইনাল এটি। আজ দুদল মিলে মোট রান তুলেছে ৩৩২। যেটা কোনো ফাইনালে সর্বোচ্চ রান।

রান বন্যার ম্যাচটিতে স্মৃতি মান্দানার দারুণ ব্যাটিংয়ে শক্ত পুঁজি পায় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন তিনি। যা সাজানো ছিল ৪৭ বলে ১০ বাউন্ডারি দিয়ে। ১৬ বলে ২৯ রান করেন রুদ্রিগেজ। ৩০ রান আসে রিচা ঘোষের ব্যাট থেকে।

রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। দলীয় ৭ রানেই হারায় প্রথম উইকেট। তবে শুরুর ধাক্কা সামলে দারুণ জুটি উপহার দেন চামেরি আত্তাপাত্তু ও হারসিতা। দুজনের শক্ত জুটিতেই জয়ের গল্প সহজ করে ফেলে শ্রীলঙ্কা। অধিনায়ক আতাপাত্তু ৪৩ বলে ৪১ রান করেন। ৫১ বলে ৬৯ রান করেন হারসিতা। শেষ দিকে ৩০ রান করেন কাবিশা দিলারি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad