Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৯-১১-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:১৬

বগুড়া-রংপুর মহাসড়ক সম্প্রসারণে নিম্নমানের সমগ্রী, এলাকাবাসীর প্রতিবাদ

বগুড়া-রংপুর মহাসড়ক সম্প্রসারণে নিম্নমানের সমগ্রী, এলাকাবাসীর প্রতিবাদ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►

রংপুর-বগুড়া মহাসড়ক সিক্স লেনে সম্প্রসারণ কাজে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পান্থাপাড়া এলাকায় কাঁদামাটি ও নিম্নমানের বালু দিয়ে রোড ডিভাইডারের ব্লক স্থাপনের কাজ করায় প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। 

এসময় এলাকাবাসী কাজ বন্ধ করে দেয়। এক পর্যায়ে আজ (শুক্রবার, ২৯ নভেম্বর) সকাল ১১টার দিকে তারা মহাসড়কে অবস্থান নিয়ে মানসম্মত কাজ করার দাবি জানায়। এসময় মহসড়কে বেশ কিছু সময় যানচলাচল বন্ধ হয়ে যায়। 

স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জের পান্থাপাড়া এলাকায় গত কয়েক দিন ধরে কাঁদামাটি ব্যবহার করে মহাসড়কের রোড ডিভাইডারের ব্লক সংযোগ লাগানো কাজ চলছে। শুক্রবার সকাল থেকে কোনো সুপারভাইজার না থাকার সুযোগ কাজে নিয়োজিত কর্মীরা বালু সিমেন্টের বদলে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করতে থাকে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে  তার কাজ বন্ধ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষন করে।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ স্থানীয়দের সাথে কথা বলে সুষ্ঠু কাজের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন প্রকল্পের পরামর্শক সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী মোঃ হারুন উর রশিদ। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad