Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২১-১১-২০২৪, সময়ঃ বিকাল ০৫:৫১

গোবিন্দগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ ‘চিহ্নিত কারবারি’ গ্রেপ্তার

গোবিন্দগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ ‘চিহ্নিত কারবারি’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রাজ্জাক (৪১) নামে একজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সংস্থাটির দাবি, তিনি চিহ্নিত মাদক কারবারি। তার নামে আরও কয়েকটি মাদক মামলা রয়েছে।

আজ (বৃহস্পতিবার, ২১ নভেম্বর) সকালে উপজেলার বুজরুক বোয়ালিয়া হীরকপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুর রাজ্জাক ওই গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে।

গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মামুনুর র‌শীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত মাদক কারবারি আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় দৌঁড়ে পালানোর চেষ্টা করেন তিনি। পরে তাকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে তার কাছ থেকে ১৫০ গ্রাম ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad