• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৩-৫-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:০১

গোবিন্দগঞ্জে ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে আরেক শিশুর মৃত্যু

গোবিন্দগঞ্জে ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে আরেক শিশুর মৃত্যু

ছবি : প্রতীকী।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে খালাতো বোনকে বাঁচাতে গিয়ে ডোবার পানিতে ডুবে সাদিয়া আকতার (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কোচাশহর ইউনিয়নের আরজি শাহপাড়ার মন্ডলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত সাদিয়া মহিমাগঞ্জ ইউনিয়নের জগদিশপুর গ্রামের স্বাধীন মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।

স্থানীয়রা জানান, মা-বাবা ঢাকায় থাকায় মন্ডলের মোড়ে নানা বাটু ব্যাপারীর বাড়ীতে থাকত সাদিয়া। বেলা ১১টার দিকে নানার ছ’মিল এলাকায় খেলতে এসে তার সাথে থাকা খালাতো ছোট বোন হঠাৎ পানি ভর্তি একটি ডোবায় পড়ে গেলে  সাদিয়া তাকে বাঁচানোর জন্য ডোবায় নেমে পড়ে। এ সময় খালাতো বোনকে বাঁচালেও সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়