নিজস্ব প্রতিবেদক ►
ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, চিকিৎসককে না জানিয়ে হাসপাতালের বাহিরে আসলে প্রসব বেদনা ওঠলে হাসপাতালের গেটের সামনে পুত্র সন্তান প্রসব করেন নসিমন বেগম। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে গাইবান্ধা সদর হাসপাতালের গেটের সামনে।
ওই প্রসূতির বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের রহমতপুর জাদুপাড়া এলাকায়। তার স্বামীর নাম হাকিম মিয়া।
স্থানীয়রা জানায়, ডায়রিয়া আক্রান্ত হয়ে (২৯ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি হন নসিমন বেগম। পরে চিকিৎসককে না জানিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে এলে প্রসব বেদনা ওঠলে হাসপাতালে গেটের সামনে প্রসব করেন। ছেলে সন্তান সুস্থ থাকলেও প্রসূতি মা অসুস্থ হওয়ায় পুনরায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
গাইবান্ধা সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক হাবিব সন্তান প্রসবের বিষয়টি নিশ্চিত করেন।