সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি►
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভূত্থানে আহত ও শহিদদের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে আজ (বৃহস্পতিবার, ২৮ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে সাদুল্লাপুরে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা ভেটেনারি সার্জন ডাঃ আব্দুল্লা হেল কাফীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীনুল ইসলাম শাহীন, সাদুল্লাপুর থানার ওসি মোঃ তাজউদ্দিন খন্দকার, উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ ছামছুল হাসান ছামছুল, সাদুল্লাপুর প্রেসক্লাব এর সভাপতি তাজুল ইসলাম রেজা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক মোঃ আল রাহাত আজমী, আন্দোলনে শহিদ নাজমুলের মা মোছাঃ গোলেভান বেগম, আন্দোলনে আহত আমিনুর রহমান, সাইফুল মিয়া, আহসান হাবীব নাসিম প্রমুখ।
এর আগে আন্দোলনে আহত ও শহিদ পরিবারদের স্বজনদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অতিথিরা।