নিজস্ব প্রতিবেদক►
উত্তরের জনপদ গাইবান্ধার অন্যতম বিদ্যাপীঠ এসকেএস স্কুল এ্যান্ড কলেজের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রবিবার (১ ডিসেম্বর)।
২০১৭ সালের এইদিনে গাইবান্ধা কলেজ রোড উত্তর হরিণ সিংহা এলাকায় এসকেএস স্কুল এ্যান্ড কলেজের উদ্বোধন হয়
এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠান প্রাঙ্গনে আজ রবিবার সকালে আলোচনা অনুষ্ঠান, ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর’র চেয়ারম্যান প্রফেসর সঃ মঃ আব্দুস সামাদ আজাদ। এতে সভাপতিত্ব করবেন এসকেএস স্কুল এ্যান্ড কলেজের সভাপতি ও এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন।