নিজস্ব প্রতিবেদক►
আজ ১ ডিসেম্বর, বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৮৭ সালের এই দিনে উত্তরের জনপদ গাইবান্ধার সাঘাটা উপজেলার প্রত্যন্ত গ্রাম ভরতখালীতে সমাজ কল্যাণ সংস্থা (এসকেএস) নামে এ প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।
সংস্থাটি সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রবিবার বিকেলে গাইবান্ধা সদরের উত্তর হরিণ সিংহা এলাকায় সংস্থাটির প্রধান কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে এসকেএসের কর্মকর্তা-কর্মীরা অংশ নেবেন।