Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৫-১২-২০২৪, সময়ঃ সকাল ১১:১৯
  • ৮ বার দেখা হয়েছে

‘আজব আনপ্লাগড’ কনসার্ট নিয়ে জয়-এলিটা

‘আজব আনপ্লাগড’ কনসার্ট নিয়ে জয়-এলিটা

বিনোদন ডেস্ক ►

‘আজব আনপ্লাগড’ শীর্ষক কনসার্টে গান গাইবেন দুই শিল্পী এলিটা করিম ও জয় শাহরিয়ার। দুই ঘণ্টার এই কনসার্টে নিজেদের একক গানগুলো নিয়ে হাজির হবেন তারা। আগামী ২০ ডিসেম্বর গুলশানের ইএমকে সেন্টারে এই কনসার্ট আয়োজন করছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘আজব কারখানা’। 

বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানের কর্ণধার ও গায়ক জয় শাহরিয়ার বলেন, অনেক দিন পর ইএমকে সেন্টারে পুরো অ্যাকুয়াস্টিক আয়োজনে গাইব। এই কনসার্টে নতুন অ্যালবামের কিছু গান প্রথমবারের মত শ্রোতাদের শোনাতে চাই। আশা করি, দারুণ একটা সন্ধ্যা কাটবে সবার গানে গানে।

এলিটা করিম বলেন, এই সময়ে তো নানা কনসার্টে ব্যস্ত থাকতেই হয়। তবে এই আয়োজনটা ভিন্ন। আনপ্লাগড আয়োজনে মনের মত কিছু গান শোনাব আশা করছি। কনসার্ট শুরু হবে বিকেল ৫ টায় আর শেষ হবে সন্ধ্যা ৭টায়। কনসার্টের টিকেট পাওয়া যাচ্ছে গেট সেট রক ডটকমে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad