Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৫৮ বার দেখা হয়েছে

গাইবান্ধায় ২০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালককে জরিমানা

গাইবান্ধায় ২০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক►

কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় গাইবান্ধায় ২০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে কৃষি বিভাগ। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে জেলা শহরের কদমতলী এলাকা থেকে সারবাহী ট্রাকটি জব্দ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট সার গোডাউন থেকে মাঠেরহাট এলাকায় নিয়ে যাওয়ার পথে কদমতলী এলাকায় ট্রাকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা সেটি আটক করেন এবং কৃষি অফিসে খবর দেন।

খবর পেয়ে গাইবান্ধা সদর উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ২০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাকটি আটক করে উপজেলা কার্যালয়ে নিয়ে আসেন। পরে কাগজপত্র যাচাই করে অসংগতি পাওয়ায় সারসহ ট্রাকটি জব্দ করা হয়। একই সঙ্গে ট্রাকের চালককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ট্রাক চালক মিন্টু মন্ডল সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের হাসপাতাল বালুয়া এলাকার বাসিন্দা ওয়াহেদ আলীর ছেলে।

গাইবান্ধা সদর উপজেলা সহকারী কমিশনার মো. জাহাঙ্গীর আলম বাবু জানান, জব্দ করা সারের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad