Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৩৭ বার দেখা হয়েছে

গাইবান্ধার পাঁচটি আসনে পোস্টাল ব্যালটের বাক্স প্রস্তুত করলেন রিটার্নিং কর্মকর্তা

গাইবান্ধার পাঁচটি আসনে পোস্টাল ব্যালটের বাক্স প্রস্তুত করলেন রিটার্নিং কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক►

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো চালু হওয়া পোস্টাল ব্যালটে ভোটগ্রহণের জন্য স্বচ্ছ ব্যালট বাক্স প্রস্তুত করেছে গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা।

রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা তাঁর কার্যালয়ে প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ব্যালট বাক্স সিলগালা (লকিং) কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আল মামুন, জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমূখ। 

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, দেশের ইতিহাসে প্রথমবারের মতো চালু হওয়া ‘আউট কান্ট্রি ভোটিং’ (ওসিভি) ও ইন কান্ট্রি পোস্টাল ব্যালট’ (আইসিপিবি) ভোটিংয়ের জন্য এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার পাঁচটি আসনের জন্য জেলা প্রশাসকের কার্যালয় ভবনের নিচতলায় চারটি ও দ্বিতলায় একটি ভোট কক্ষ স্থাপন করা হয়েছে।

গাইবান্ধায় মোট পাঁচটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটে নিবন্ধিত ভোটার সংখ্যা ১৭ হাজার ৯২৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৫৭২ জন ও মহিলা ৫ হাজার ৩৭০ জন। তাদের ভোট সংরক্ষণের জন্য মোট ৪৬টি ব্যালট বাক্স প্রস্তুত করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা বলেন, প্রবাসীদের জন্য দেশে প্রথমবারের মতো ওসিবি ও আইসিপিবি পদ্ধতিতে পোস্টাল ব্যালটের মাধ্যমে তারা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। ডাক বিভাগ থেকে পোস্টাল ব্যালট আসার পর বারকোড স্ক্যানার দিয়ে যাচাই করে পোস্টাল ব্যালটের খামগুলো বাক্সে রাখা হবে। প্রতিটি বাক্সে ৪০০ জন ভোটারের ধারণক্ষমতা অনুযায়ী বাক্সগুলোকে লক করে দেওয়া হবে। এর আগে জেলার পাঁচটি সংসদীয় আসনের প্রার্থীদের প্রতিনিধিদের সামনে নির্ধারিত লক সিল দিয়ে ব্যালট বাক্সগুলো বন্ধ করে দেওয়া হয়েছে । আগামি ১২ ফেব্রুয়ারি বিকেল ৪ টা ৩০ মিনিটে এজেন্টদের উপস্থিতিতে বাক্সগুলো খোলা হবে এবং গণনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad