
মোস্তাফিজুর রহমান, সাঘাটা►
গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে অবস্থিত এসকেএস নূতনকুঁড়ি বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) এসকেএস রিসোর্স সেন্টার মাঠে সকাল থেকে শিশু, কিশোর, কিশোরী শিক্ষার্থীদের অংশগ্রহণে দৌড় প্রতিযোগিতা, বালিশ খেলা, মোরগ লড়াই, অংক কষা দৌড়, চকলেট দৌড়সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়াও শিক্ষক ও অভিভাবকদের জন্য বালিশ খেলা ও হাঁড়িভাঙা প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা অনুষ্ঠানে বাড়তি আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে।
প্রতিযোগিতা শেষে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ফিরোজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসকেএস রিসোর্স সেন্টারের ম্যানাজার মিজানুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, মোঃ জহুরুল ইসলাম, মোছাঃ আরিফা খাতুন, মোছা সুর্বনা কাকুলীসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও অভিভাবকরা।
অভিভাবক লিপা বেগম বলেন,“এই ধরনের আয়োজন শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শিশুরা শৃঙ্খলা, নেতৃত্ব ও আত্মবিশ্বাস অর্জন করে।”
প্রধান শিক্ষক ফিরোজ উদ্দিনের বলেন,“শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম শিশুদের মানবিক ও নৈতিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসকেএস নূতনকুঁড়ি বিদ্যাপীঠ ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে বলে আমরা আশাবাদী।”
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও স্থানীয় অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আনন্দ, উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।