Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ২৯ বার দেখা হয়েছে

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, খেলবে স্কটল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, খেলবে স্কটল্যান্ড

ক্রীড়া ডেস্ক►

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে বাংলাদেশ ক্রিকেটের জন্য চরম দুঃসংবাদ এলো। ভারতের মাটিতে খেলতে না চাওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে সরিয়ে দিয়েছে আইসিসি। বাংলাদেশের পরিবর্তে এখন গ্রুপ ‘সি’-তে খেলবে স্কটল্যান্ড। 

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২৪ জানুয়ারি) আইসিসি’র প্রধান নির্বাহী (সিইও) সঞ্জোগ গুপ্ত আনুষ্ঠানিকভাবে বোর্ড সদস্যদের জানিয়ে দেন যে, বাংলাদেশের দাবিগুলো আইসিসি-র নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে কপি দিয়ে পাঠানো সেই চিঠিতে জানানো হয়, আইসিসি বোর্ডের নেওয়া সিদ্ধান্ত মানতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। ফলে টুর্নামেন্টের মর্যাদা রক্ষায় অন্য কোনো দেশকে (এক্ষেত্রে স্কটল্যান্ড) আমন্ত্রণ জানানো ছাড়া আর কোনো পথ খোলা নেই। ইতিমধ্যে এডিনবার্গে ক্রিকেট স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অংশ নেওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

বর্তমান টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ১৪ নম্বরে থাকা এবং পূর্ববর্তী আইসিসি ইভেন্টগুলোতে দারুণ পারফরম্যান্সের কারণে স্কটল্যান্ড এই সুযোগ পেয়েছে।

বিশেষ করে ২০২১ বিশ্বকাপে তারা বাংলাদেশকেও হারিয়েছিল। 

নতুন সূচি অনুযায়ী, স্কটল্যান্ড এখন কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজ (৭ ফেব্রুয়ারি), ইতালি (৯ ফেব্রুয়ারি) এবং ইংল্যান্ডের (১৪ ফেব্রুয়ারি) মুখোমুখি হবে। এরপর তারা মুম্বাই যাবে নেপালের বিপক্ষে লড়তে।

আইসিসি’র এমন কঠোর হওয়ার পেছনের কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নিরাপত্তা মূল্যায়নে ভারতের মাটিতে বাংলাদেশ দলের জন্য ঝুঁকির মাত্রা ছিল ‘মডারেট টু লো’ (সহনীয় থেকে কম)।

কিন্তু বিসিবি দাবি করে আসছিল এই ঝুঁকি ‘মডারেট টু হাই’ (সহনীয় থেকে উচ্চ)। মজার ব্যাপার হলো, গত বছর পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বর্তমান ভারতের পরিস্থিতির চেয়েও বেশি ঝুঁকি থাকা সত্ত্বেও বাংলাদেশ দল পাঠিয়েছিল বিসিবি।

গত বুধবার আইসিসি বিসিবি’কে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল। কিন্তু বিসিবি সেই সময়ের মধ্যে ইতিবাচক কোনো উত্তর না দিয়ে উল্টো আইসিসি’র নিরাপত্তা রিপোর্ট নিয়ে প্রশ্ন তোলে। 

শুক্রবার বিপিএল ফাইনাল চলাকালীন বিসিবি কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত দিলেও বাস্তবে তারা তাদের দাবিতে অনড় ছিল।

সময়সীমা পার হওয়ার অনেক পরে বিসিবি আইসিসিকে চিঠি লিখলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। 

আইসিসি মনে করে, বিসিবি’র দাবি মেনে নিলে ভবিষ্যতে যেকোনো দেশ যখন-তখন ভেন্যু সরানোর দাবি তুলে টুর্নামেন্টের নিরপেক্ষতা নষ্ট করবে। তবে আইসিসি’র কাছ থেকে আনুষ্ঠানিক কোনো বার্তার ব্যাপারে এখন পর্যন্ত বিসিবি’র কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad