Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ২৮ বার দেখা হয়েছে

গোবিন্দগঞ্জে উদ্ধার হওয়া ১২টি ককটেল নিষ্ক্রিয়

গোবিন্দগঞ্জে উদ্ধার হওয়া ১২টি ককটেল নিষ্ক্রিয়

গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উদ্ধার হওয়া ১২টি ককটেল নিষ্ক্রিয় করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে দুই বছর আগে ৮টি এবং বাকি ৪টি গতবছর উদ্ধার করা হয়েছিল।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা থেকে আসা বোমা ডিসপোজাল (এ টি ইউ) এর দশ সদস্যের একটি টিম থানা চত্বরে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ককটেলগুলো ধ্বংস করে। 

এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার ও এস আই সেলিম রেজাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ জানায়, গত বছরের ১৬ ডিসেম্বর রাত পৌনে ১২টার দিকে উপজেলার কোমরপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংকের কোমরপুর শাখার সামনে থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। এছাড়া ২০২৩ সালে ৮টি ককটেল উদ্ধার করা হয়। এরপর উদ্ধার হওয়া মোট ১২টি ককটেল থানায় সংরক্ষিত ছিল।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)পবিত্র কুমার এ তথ্য নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া ককটেলগুলো বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে সফলভাবে ধ্বংস করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad