Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২০ ঘন্টা আগে
  • ১১ বার দেখা হয়েছে

রংপুর সদর আসনে হরিণ প্রতিকে লড়বেন তৃতীয় লিঙ্গের রানী

রংপুর সদর আসনে হরিণ প্রতিকে লড়বেন তৃতীয় লিঙ্গের রানী

রংপুর সংবাদদাতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভাগীয় নগরী রংপুর-৩ সদর আসনে হরিণ প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। গত বুধবার দুপুরে জেলা প্রশাসকের মিলনায়তনে রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তার মোহাম্মদ এনামুল আহসান এর নিকট থেকে এ প্রতীক গ্রহণ করেন তিনি। 

আনোয়ারা ইসলাম রানী রংপুর-৩ (সিটি কর্পোরেশন-সদর) আসন থেকে এবারে প্রতিদ্বন্দিতা করছেন। এই আসনে আরো প্রতিদ্বন্দিতা করছেন জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদের, বিএনপির সামসুজ্জামান সামু, জামায়াতের অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, বাসদের আব্দুল কুদ্দুস।

এর আগে আনোয়ারা ইসলাম রানী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই নির্বাচনে আনোয়ারা ইসলাম রানী ২৩ হাজার ৩৩৯ ভোট পেয়েছিলেন।

এ বিষয়ে আনোয়ারা ইসলাম রানী বলেন, হরিণ প্রতীক পেয়ে তিনি খুবই খুশি এবং আনন্দিত। দলিত, হরিজন, আদিবাসী, তৃতীয় লিঙ্গ, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, সমাজের পিছিয়েপরা প্রান্তিক সমাজের মানুষ এখানে আমাকে সমর্থন জানাতে এসেছেন। আমি তাদের প্রতিনিধি। তারা স্বাধীনতা ৫৪ বছর ধরে নিরীহ হিসেবে বঞ্চিত হয়ে আসছে। এই নিরীহতার প্রতীক হলো হরিণ। আমি পিছিয়ে পরা জনগোষ্টির কণ্ঠস্বর হিসেবে সংসদে যেতে চাই। তাদের অধিকার নিয়ে কথা বলতে চাই। তাদের মর্যাদা আদায় করতে চাই। তিনি আরো বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ে সংশয় রয়েছে। তারপরও নির্বাচনের কার্যক্রম এগিয়ে চলছে। আশা করছি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে। এসময় তিনি রংপুরবাসীর সহযোগিতা কামনা করেন।  

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad