
নিজস্ব প্রতিবেদক ►
রংপুর বিভাগীয় উপ-অঞ্চল পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় ব্যাডমিন্টনে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে এসকেএস স্কুল এ্যান্ড কলেজ। ৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬, উপ-অঞ্চলে রংপুর বিভাগের ৮টি জেলার খেলা গত মঙ্গল ও বুধবার অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটি ব্যাডমিন্টন খেলায় দ্বৈত এবং একক উভয় ইভেন্টেই রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে। এই ফলাফলের মাধ্যমে এসকেএস স্কুল এ্যান্ড কলেজ ক্রীড়াক্ষেত্রে তাদের দক্ষতার পরিচয় তুলে ধরল।
খেলায় গাইবান্ধার এসকেএস স্কুল এ্যান্ড কলেজ ব্যাডমিন্টনে দ্বৈত (ছাত্র) মোঃ নিয়ামুল বাশার ও মোঃ সাফিউল ইসলাম ফাহিম রংপুর জেলাকে হারিয়ে সেমিফাইনালে। সেমিতে কুড়িগ্রামকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে এসকেএস স্কুল এ্যান্ড কলেজ। দিনাজপুর জেলার সাথে ফাইনাল খেলা রানার্সআপ অর্জন করে। ব্যাডমিন্টন একক মোঃ নিয়ামুল বাশার রংপুর জেলাকে হারিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করে। সেমিতে পঞ্চগড় জেলাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। দিনাজপুর জেলার সাথে ফাইনাল খেলায় রানার্সআপ হয়।