নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধার প্রবীণ রাজনীতিক, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিনুল ইসলাম গোলাপ (৭৯) মারা গেছেন। বুধবার (২২ অক্টোবর) দুপুর ২টায় চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নেয়ার পর চিকিৎসা শুরুর আগেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গোটা শহর জুড়ে শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে, তিনি ব্লাড সুগার, পেশার, প্যানক্লিয়াস ইনফেকশনসহ মাল্টিপল অসুস্থতায় ভুগছিলেন। গত ১৯ অক্টোবর প্রচণ্ড পেটের ব্যথা নিয়ে তিনি রংপুরের একটি ক্লিনিকে ভর্তি হন। এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাকে গুরুতর অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার শ্যামলীতে স্পেশালাইজড হাসপাতালে নেয়া হলে তিনি মৃত্যুবরণ করেন।
প্রবীণ ব্যক্তিত্ব আমিনুল ইসলাম গোলাপ বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ছিলেন। তিনি গাইবান্ধা নাগরিক কমিটির আহবায়ক ছিলেন। এছাড়াও তিনি গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার কার্যকরী সভাপতিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ওতোপ্রোতভাবে জড়িত ছিলেন।
আমিনুল ইসলাম গোলাপের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শহরের রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তাঁর মরদেহ শ্যামলী স্পেশালাইজড হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) গাইবান্ধায় তাঁর দাফন সম্পন্ন হবে।