Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ৪১ বার দেখা হয়েছে

বাড়িভাড়া ১৫ শতাংশ বাড়ানোর ঘোষণা, ক্লাসে ফিরছেন শিক্ষকেরা

বাড়িভাড়া ১৫ শতাংশ বাড়ানোর ঘোষণা, ক্লাসে ফিরছেন শিক্ষকেরা

মাধুকর ডেস্ক►

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ বাড়ছে নভেম্বর থেকে। আর আগামী বছর থেকে বাড়ছে আরও ৭ দশমিক ৫ শতাংশ। আজ (মঙ্গলবার, ২১ অক্টোবর) সচিবালয়ে বৈঠকের পর ব্রিফিংয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বৈঠক ফলপ্রসূ হয়েছে। বাড়ি ভাড়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয় ৭.৫ শতাংশ সম্মতি দিয়েছে। যা পহেলা নভেম্বর থেকে কার্যকর হবে। বাকি ৭.৫ শতাংশ নতুন অর্থ বছর দেওয়া হবে। শিক্ষকদের ক্লাসে ফিরে যাবার আহ্বান জানান তিনি।

এদিকে, সচিবালয়ে বৈঠক থেকে বের হয়ে শিক্ষক প্রতিনিধি দেলোয়ার হোসেন আজিজী বলেন, সরকারের সামর্থ্যের বিষয়টি আমরা বিবেচনায় নিয়েছি। আমরা শিক্ষা উপদেষ্টাসহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেন, আন্দোলন না করলে হয়তো শিক্ষা উপদেষ্টার পক্ষে আমাদের দাবি মানা সম্ভব হতো না। আগামীকাল থেকে আমরা ক্লাসে ফিরে যাব।

এ ছাড়া অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওযুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পরিপালন সাপেক্ষে ১ নভেম্বর ২০২৫ তারিখ হতে মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সবনিম্ন ২০০০ টাকা) এবং ১ জুলাই ২০২৬ তারিখ হতে উক্ত ৭.৫ শতাংশের অতিরিক্ত আরও ৭.৫ শতাংশ অর্থাৎ স্কুল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করা হলো।

শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজকের এই মুহূর্তটা শিক্ষা বিভাগের জন্য সত্যিই ঐতিহাসিক। এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের জন্য চলতি নভেম্বরের ১ তারিখ হতে ৭ দশমিক ৫ শতাংশ বাড়িভাড়া (ন্যূনতম ২০০০ টাকা) এবং ২০২৬ সালের জুলাই থেকে ৭ দশমিক ৫ শতাংশ মোট ১৫ শতাংশ বাড়িভাড়া কার্যকর হবে।

২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে কদিন ধরে শহীদ মিনার প্রাঙ্গণে আমরণ অনশন কর্মসূচি পালন করছিলেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। আজ দুপুর ১২টার মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করলে মুখে কালো কাপড় বেঁধে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণাও দিয়েছিলেন তারা।

এরই মধ্যে এল সরকারের পক্ষে নতুন ঘোষণা। এ ঘোষণার পরই সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানান আন্দোলনকারীরা। আন্দোলন প্রত্যাহার করে বুধবার থেকে ক্লাসে ফেরার কথা জানিয়েছেন তারা।

তথ্যসূত্র: ইন্ডিপেনডেন্ট টিভি

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad