Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৬ ঘন্টা আগে
  • ৮৫ বার দেখা হয়েছে

পলাশবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির আবেদন বক্সে দুর্বৃত্তদের হামলা

পলাশবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির আবেদন বক্সে দুর্বৃত্তদের হামলা

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আবেদন বক্সে হামলা চালিয়ে ভাঙচুর ও তছনছ করেছে দুর্বৃত্তরা। নতুন ডিলার নিয়োগের আবেদনপত্র আহ্বানের শেষ দিন মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের আবেদন গ্রহণের আজ ছিল শেষ দিন। উপজেলা প্রশাসন বেলা ৩টায় লটারির মাধ্যমে ডিলার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তার আগেই একদল দুর্বৃত্ত খাদ্য নিয়ন্ত্রকের উপজেলা কার্যালয়ের সামনে স্থাপিত দুটি আবেদন বক্স ভাঙচুর করে। পাশাপাশি বক্সগুলোর ভেতর থাকা আবেদনপত্রগুলোও ছিঁড়ে তছনছ করে চলে যায়।

এ বিষয়ে খাদ্য কর্মকর্তা স্বপন কুমার জানান, হামলাকারীদের কাউকে তাৎক্ষণিকভাবে চেনা যায়নি। তবে সিসিটিভি ফুটেজ ব্যবহার করে দুর্বৃত্তদের চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পলাশবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদ আল হাসান জানান, দ্রুত দুর্বৃত্তদের শনাক্তসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নতুন ডিলার নিয়োগ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad