Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে
  • ২৩ বার দেখা হয়েছে

গোবিন্দগঞ্জে বাসচাপায় নারী নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

গোবিন্দগঞ্জে বাসচাপায় নারী নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়ক পারাপারের সময় যাত্রীবাহী বাসের চাপায় মরিয়ম বেগম নামে এক নারী নিহত হয়েছেন। আজ (সোমবার, ১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার পান্তাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মরিয়ম বেগম পান্তাপাড়া এলাকার আব্দুল হামিদের মেয়ে। 

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, পান্তাপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক পারাপারের সময় ঢাকা থেকে রংপুরগামী শঠিবাড়ি এক্সপ্রেস নামে একটি বাসের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মরিয়ম বেগম নিহত হন। পরে বাসটি গোবিন্দগঞ্জ পৌর শহরের যানজটে আটকা পড়লে বাসের চালক শফিকুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এসময় বিক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালায় এবং ৩ ঘণ্টাব্যাপী ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার আশ্বাসে বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad