নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ২৮তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে মৈত্রেয় হাসান জয়িতাকে সভাপতি, জাকির হাসানকে সাধারণ সম্পাদক ও শুভ মন্ডলকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
আজ (শনিবার, ৩০ আগস্ট) বিকেল ৫টায় শহরের ১নং রেল গেট এলাকায় জেলা ছাত্র ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে কাউন্সিল অধিবেশন শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়। জেলা সংসদের বিদায়ী সভাপতি তাহমীদ চৌধুরীর সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক মৈত্রেয় হাসান জয়িতার সঞ্চালনায় এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
এর আগে, এদিন বেলা ১১টার দিকে পৌর শহীদ মিনার চত্বরে জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি তামজিদ হায়দার চঞ্চল। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি পরবর্তী সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের সাধারণ সম্পাদক কামরুল হাসান জিলানী। শুভেচ্ছা বক্তব্য দেন ২৮তম সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান জাকির হাসান।