Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৯ ঘন্টা আগে
  • ৩৩ বার দেখা হয়েছে

তারের পর মওলানা ভাসানী সেতুর রিফ্লেক্টর লাইট চুরি

তারের পর মওলানা ভাসানী সেতুর রিফ্লেক্টর লাইট চুরি

নিজস্ব প্রতিবেদক►

‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতুটি উদ্বোধনের পর ল্যামপোস্টের ৩১০ মিটার বিদ্যুতের তার চুরির রেশ কাটতে না কাটতেই এবার সেতুর রিফ্লেক্টর লাইট চুরি হয়েছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও সমালোচনার ঝড় উঠেছে।

‎রিফ্লেক্টর লাইট চুরির বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশল উজ্জ্বল চৌধুরী বলেন, ‘রিফ্লেক্টর লাইট চুরির বিষয়টি তিনি আজ লোক মুখে জানতে পারি। স্থানীয় পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে।’

‎তিনি আরও বলেন, ‘সেতুর ল্যামপোস্টের বিদ্যুৎ সংযোগের তার চুরির বিষয়ে সুন্দরগঞ্জ থানায় অজ্ঞাত আসামি করে একটি মামলা করা হয়েছে। সেতুর সিকিউরিটি ইনচার্জ নুর আলম বাদী হয়ে গত শুক্রবার রাতে মামলা দায়ের করেছেন। দুষ্কৃতকারীদের ধরতে পুলিশ চেষ্টা করছে। ৩১০ মিটার বৈদ্যুতিক তারের আনুমানিক মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।’ 

‎ইতিমধ্যে নতুন করে বিদ্যুৎ সংযোগ দেওয়ারও কাজ চলছে বলে তিনি জানান।

গত বুধবার ২০ আগস্ট দুপুরে মওলানা ভাসানী সেতুটির উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ ও ৯ দশমিক ৬ মিটার প্রস্থের এই সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৯২৫ কোটি টাকা।

বাংলাদেশ সরকার (জিওবি), সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ওফিড) অর্থায়নে এলজিইডির বাস্তবায়নে সেতুটি নির্মিত হয়েছে। সেতুতে মোট ৩১টি স্প্যান রয়েছে। সংযোগ সড়ক ও নদীশাসনসহ প্রকল্পে প্রায় ১৩৩ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। সেতুর উভয় পাশে সংযোগ সড়ক করা হয়েছে ৮৬ কিলোমিটার।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad