নিজস্ব প্রতিবেদক►
রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে গাইবান্ধায় লিফলেট বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু। তাঁর নেতৃত্বে আজ (রবিবার, ২৪ আগস্ট) জেলা শহরে এ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় আনিসুজ্জামান খান বাবু বলেন, আসন্ন নির্বাচনে আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে এই দেশের দায়িত্বভার দেন, তাহলে তারেক রহমান এই ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবেন। অতীতের ফ্যাসিবাদীদের মতো এ দেশে অপশাসন, দুর্নীতি, গুম-খুন হবে না।
এ কর্মসূচিতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, শহর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক একেএম হানিফ বেলাল, হাবিবুর রহমান বাবলু, ফরহাদ হোসেন ডাবলু, আমানুল্লাহ চৌধুরী সাজু, শফিকুল ইসলাম রুবেল, কামাল হোসেন, আব্দুর রশিদ দুলা মিয়া, রফিকুল ইসলাম লুলু, খান মো. কাওসার ওয়াহিদ সুজন, আশরাফুল আলম মিলন, কামরুল হাসান মিন্টুসহ আরও অনেকে অংশ নেন।