নিজস্ব প্রতিবেদক►
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ (রবিবার, ২৪ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমদে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এখন থেকে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোন প্রকার যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয় ওই বিজ্ঞপ্তিতে।
প্রসঙ্গত, সম্প্রতি “বিএনপির বড় পদ কিনলেন আ.লীগের ডামি প্রার্থী”-এই শিরোনামে নাহিদুজ্জামান নিশাদকে জড়িয়ে একটি জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। পরে ওই সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সেটিকে অপপ্রচার দাবি করেন তিনি।