Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫ ঘন্টা আগে
  • ৩৭ বার দেখা হয়েছে

সাদুল্লাপুরের রসুলপুর ইউনিয়ন যুবদল কমিটি বিলুপ্ত ঘোষণা

সাদুল্লাপুরের রসুলপুর ইউনিয়ন যুবদল কমিটি বিলুপ্ত ঘোষণা

তাজুল ইসলাম রেজা, সাদুল্লাপুর►

অনিয়মতান্ত্রিকভাবে কমিটি গঠন করার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে একই কারণে উপজেলা যুবদলের আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। 

শনিবার (২৩ আগস্ট) যুবদলের গাইবান্ধা জেলা শাখার সভাপতি রাগিব হাসান চৌধুরি ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টোর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 

রাগিব হাসান চৌধুরি কমিটি বিলুপ্তি ঘোষণা করার কথা নিশ্চিত করেছেন। 

অপরদিকে জেলা যুবদলের পরামর্শ বা অবহিতকরণ ব্যতিত উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠন করে সংগঠনে অস্থিরতা তৈরীর অভিযোগে উপজেলা যুবদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মিঠু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন রাকুকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। 

আগামী দুই সেপ্টেম্বরের মধ্যে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে এই নোটিশের ব্যাখা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত কারণ দর্শানো পত্রে জানা যায়। 

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টোও বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রসঙ্গত, সম্প্রতি উপজেলার রসুলপুর ইউনিয়ন যুবদলের কমিটি গঠন করা হয়। এতে হাসানুজ্জামান শাওন নামে এক যুবক সদস্য সচিব নির্বাচিত হয়। অভিযোগ ওঠে হাসানুজ্জামান শাওন আগে ইউনিয়ন যুবলীগের সদস্য ছিল। 

উপজেলা যুবদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মিঠু জানান, যুবলীগের হাসানুজ্জামান শাওন ও যুবদলের হাসানুজ্জামান শাওন এক ব্যক্তি নন। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad