Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৬ ঘন্টা আগে
  • ৫৩ বার দেখা হয়েছে

গাইবান্ধা সদর উপজেলা সিপিবির দ্বাদশ সম্মেলন

গাইবান্ধা সদর উপজেলা সিপিবির দ্বাদশ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক►

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) গাইবান্ধা সদর উপজেলার দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ২৩ আগস্ট) বেলা ১১টায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে ছাদেকুল ইসলাম মাস্টারকে সভাপতি, সুপ্রিয়া দেবকে সাধারণ সম্পাদক ও গুলবদন সরকারকে সহকারি সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচন করা হয়। 

জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ সম্মেলনের উদ্বোধন করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক মিহির ঘোষ। পরে একটি লাল পতাকা মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সম্মেলনস্থলে সমাবেশে মিলিত হয়।

এ সময় সদর উপজেলা সিপিবির সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল।

মধ্যাহ্ন বিরতির পর সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে শোকপ্রস্তাব, সাধারণ সম্পাদকের রিপোর্ট, জেলা সম্মেলনের প্রতিনিধি ও উপজেলা কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad