আমিনুল হক, ফুলছড়ি►
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ (মঙ্গলবার, ১ জুলাই) সকাল ৯টার দিকে ফুলছড়ি উপজেলা ছাত্রদলের আয়োজনে ও বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বিশ্বাস তোহা’র সার্বিক সহযোগিতায় কঞ্চিপাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রের সামনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ হিসেবে কলম, বিশুদ্ধ পানির বোতল ও স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক তুলে দেওয়া হয়।
বিতরণ কার্যক্রমে ফুলছড়ি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আসিফ সাজ্জাদ ছোটন, কঞ্চিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আরাফ হাসান জুয়েল, ছাত্রদল নেতা সৈকত, জেলাল মিয়া, জীবন, চয়ন, সাদ্দাম হোসেন ও হালিমা সহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় ছাত্রদল নেতারা বলেন, “এইচএসসি পরীক্ষার্থীরা যেন মনোযোগ সহকারে পরীক্ষা দিয়ে সফল হতে পারে, সে জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই প্রকৃত দেশপ্রেমের পরিচয়। ভবিষ্যতেও ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের পাশে থাকবে।”
ছাত্রদলের এই উদ্যোগে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ পরীক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।