মাধুকর ডেস্ক►
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ (মঙ্গলবার, ১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালি ইউনিয়নের বাবনপুর গ্রামে আবু সাঈদের কবর জিয়ারত করেন এনসিপির নেতারা। পরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা।
এসময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম-সদস্যসচিব ডা. তাসনিম জারা, সামান্তা শারমিন, যুগ্ম-মুখ্য সংগঠক আবু সাঈদ লিওনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় নাহিদ ইসলাম বলেন, এক বছর আগে পহেলা জুলাই আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি গণতান্ত্রিক আন্দোলন শুরু করেছিলাম। যে আন্দোলনে আবু সাঈদসহ লক্ষ তরণ ছাত্র-জনতা শরিক হয়েছিলেন। ১৬ জুলাই আবু সাঈদের মৃত্যুর মধ্য দিয়ে এই আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয় ও স্বৈরাচারী সরকারের পতন ঘটায়।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনা করতে হবে। একটি দলের পরিবর্তন বা ক্ষমতার পরিবর্তনের জন্য আন্দোলন হয়নি। গণঅভ্যুত্থান হয়েছে ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তনের জন্য। আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন ও নতুন দেশ গঠনে নতুন বন্দোবস্তের দাবি জানিয়েছি।
নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কেউ টালবাহানা করতে চাইলে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, প্রয়োজনে আবার রাজপথে আসার জন্য ছাত্র জনতাকে আহ্বান জানাবো।
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা এনসিপি। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক এ কর্মসূচি চলবে ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত।
মাসব্যাপী এই পদযাত্রায় ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি।
মঙ্গলবার শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে পলাশবাড়ী, গাইবান্ধা, সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর হয়ে রংপুরে প্রবেশ করবে পদযাত্রা।
পরে শহীদ আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার স্থান পরিদর্শন, শাপলা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর হয়ে টাউন হল শহীদ মিনারে পথসভা অনুষ্ঠিত হবে।
দিনের শেষাংশে ডিসির মোড়, মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে চেকপোস্টে এসে দিনব্যাপী কার্যক্রম শেষ হবে।