Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১১ ঘন্টা আগে
  • ৩১ বার দেখা হয়েছে

প্রথম টি-টোয়েন্টিতে ডাচদের হেসেখেলে হারাল বাংলাদেশ

প্রথম টি-টোয়েন্টিতে ডাচদের হেসেখেলে হারাল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক►

শক্তি-সামর্থ্যে বাংলাদেশ এগিয়েই ছিল। তার ওপর ঘরের মাঠ। ম্যাচে দুদলের ব্যবধান ফুটে উঠেছে স্পষ্টভাবে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে শনিবার (৩০ আগস্ট) নেদারল্যান্ডসের বিপক্ষে হেসেখেলে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ জিতেছে ৮ উইকেটে।

আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান তোলে নেদারল্যান্ডস। জবাবে ১৩.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩৮ রান করে বাংলাদেশ।

মাঝারি লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আগ্রাসী ছিল বাংলাদেশ। ৯ বলে ১৫ রান করে আরিয়ান দত্তের বলে বোল্ড হন পারভেজ হোসেন ইমন। ২৬ রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে লিটন-তামিম গড়ে ৬৬ রানের জুটি। দলীয় ৯২ রানে টিম প্রিঙ্গলের শিকার হন তানজিদ হাসান তামিম। ২৪ বলে ২৯ রান করে তামিম ফিরলে জুটি ভাঙে।

সাইফ হাসানকে নিয়ে বাকি কাজ সারেন অধিনায়ক লিটন। ২৯ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৫৪ রানে অপরাজিত থাকেন তিনি। একটি চার ও তিনটি ছক্কায় সাইফ অপরাজিত থাকেন ১৯ বলে ৩৬ রানে।

এর আগে টস জিতে বোলিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। অধিনায়ককে প্রথম সাফল্য এনে দেন পেসার তাসকিন আহমেদ। চতুর্থ ওভারে তাসকিনের বলে ডাচ ওপেনার ম্যাক্স ও’দো ক্যাচ তুলে দেন জাকের আলী অনিকের হাতে। দলীয় ২৫ রানে প্রথম উইকেট হারায় নেদারল্যান্ডস। ম্যাক্সের ব্যাট থেকে আসে ১৫ বলে ২৩ রান।

আরেক ওপেনার বিক্রমজিৎ সিং চার রান করে বিদায় নেন তাসকিনের বলেই। এবার ক্যাচ নেন পারভেজ হোসেন ইমন। দুই বছর পর দলে ফিরে জোড়া উইকেটের দেখা পান সাইফ হাসান। ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে জাকেরের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান। স্কটের ব্যাট থেকে আসে ১২ রান। তেজা নিদামানুরু ২৬ রান করে সাইফের বলে তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ দেন।

ব্যাট হাতে রান পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে ডাচ ব্যাটারদের। উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে। ১৫ রান করে শারিজ আহমেদ পরিণত হন মুস্তাফিজুর রহমানের শিকারে। এরপর নোয়াহ ক্রোস ও কাইল ক্লেইনকে বিদায় করেন তাসকিন। নেদারল্যান্ডস থামে ১৩৬ রানে।

বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ২৮ রানের বিনিময়ে ৪ ‍উইকেট নেন তাসকিন আহমেদ। সাইফ হাসান দুটি এবং মুস্তাফিজ পান একটি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

নেদারল্যান্ডস : ২০ ওভারে ১৩৬/৮ (ম্যাক্স ২৩, বিক্রমজিৎ ৪, তেজা ২৬, এডওয়ার্ডস ১২, শারিজ ১৫, ক্রোস ১১, ক্লেইন ৯, প্রিঙ্গল ১৬, আরিয়ান ১৩*; মেহেদি ৪-০-২১-০, শরিফুল ৪-১-৩০-০, তাসকিন ৪-০-২৮-৪, মুস্তাফিজ ৪-০-২৯-১, রিশাদ ২-০-১৬-০, সাইফ ২-০-১৮-২)

বাংলাদেশ : ১৩.৩ ওভারে ১৩৮/২ (ইমন ১৫, তামিম ২৯, লিটন ৫৪*, সাইফ ৩৬* আরিয়ান ৩-০-৩০-১, ক্লেইন ২২-০-২৬-০, দুরাম ৩-০-২৩-০, মিকেরেন, ২-০-১৭-০, প্রিঙ্গল ২-০-১৬-১, বিক্রমজিৎ ০.৩-০-১৪-০, শারিজ ১-০-১২-০)

ফল : বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad