Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১৫ ঘন্টা আগে
  • ১৬ বার দেখা হয়েছে

গাইবান্ধায় তরুণীদের সঙ্গে মহিলা পরিষদের মতবিনিময়

গাইবান্ধায় তরুণীদের সঙ্গে মহিলা পরিষদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক►

‘দক্ষ সংগঠক গড়ে তুলি, সংগঠনকে সংহত করি‘ এই স্লোগানে বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার তরুণীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ (মঙ্গলবার, ১৫ এপ্রিল) দুপুরে বাংলাদেশ মহিলা পরিষদের ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। 

সদরের তুলসীঘাট এলাকার ইম্পেরিয়াল স্কুলের হলরুমে এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাহাফুজা খানম মিতা, সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, সহসাধারণ সম্পাদক লায়লা নাসরিন, লিগ্যাল এইড সম্পাদক নিয়াজ আক্তার ইয়াসমিন, সংগঠনের সদস্য কেয়া ইয়াসমিনসহ অন্যরা।

বক্তারা বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে। মুক্তিযুদ্ধের চেতনায় যেমন সংকট রয়েছে, তেমনি নারীর জীবনেও অনেক সংকট রয়েছে। এই সংকট মোকাবিলায় নানা কর্মসুচি হাতে নিতে হয়। লক্ষ্য ধরে এগাতে হয়। যার ভুমিকা বাংলাদেশ মহিলা পরিষদ করে আসছে। 

বক্তারা আরও বলেন,নারীর অধিকার হচ্ছে মানবাধীকার। এই মানবাধীকার সমাজে যতদিন প্রতিষ্ঠিত না হয় ততদিন বাংলাদেশ মহিলা পরিষদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। আগামীতে নারীদের এই অধিকার প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে কাজ করতে হবে। একজন দক্ষ সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। তারা বর্তমান তরুণীদের সচেতন থাকা এবং নিজের অধিকার প্রতিষ্ঠায় সজাগ হওয়ার আহবান জানান। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad