মাধুকর ডেস্ক ►
ঈদুল ফিতর উপলক্ষে একঝাঁক তারকা শিল্পীর অংশগ্রহণে নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ছয়টি বিশেষ নৃত্যানুষ্ঠান। এ আয়োজনে জনপ্রিয়নৃত্যশিল্পীদের পাশাপাশি শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকারাও অংশগ্রহণ করেছেন। তানভীর আহমেদ খানের প্রযোজনায় তিন পর্বের নৃত্যানুষ্ঠান নৃত্যের ঝংকার প্রচারিত হবে ঈদের দিন সকাল ৯টায় এবং ঈদের তৃতীয় ও পঞ্চম দিনবিকাল সাড়ে ৫ টায়। উপস্থাপনাকরেছেন বারিশ হক, আয়েশা লাবণ্য ও নুসাইবা ইবনাতপার্লি। আনিসুল ইসলাম হিরু, ইভান শাহরিয়ার সোহাগ, এম আর ওয়াসেক, লুৎফুর রহমান ফারুকী, সৈয়দা শায়লা আহমেদ ও নাজমুল হকলেলিনের নৃত্য পরিচালনায় নাচবেন আনিকা কবির শখ, চাঁদনী, সালসাবিল লাবণ্য, মোহনা মীম, শাহনাজ সুমি, শাওন, আলিফসহ আরও অনেকে।
ঈদের দিন সকাল ১১টা ১০ মিনিটে প্রচারিতহবে শিশু-কিশোরদের নৃত্যানুষ্ঠান নূপুরের ছন্দে। মাইশার উপস্থাপনায় এবং আয়েশা সিদ্দিকা এলি ও শায়লা আহমেদলিমার নৃত্য পরিচালনায় নাচবে শিশুশিল্পীরা। এল রুমা আক্তারেরপ্রযোজনা ও কমলিকা তুলিরউপস্থাপনায় নৃত্যানুষ্ঠান ধ্রুপদি ছন্দে-আনন্দে প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন বিকাল ৫টা ৩৫ মিনিটে। অনুষ্ঠানটিতেমুনমুন আহমেদ, বেলায়েত হোসেন, তামান্না রহমান, বেনজির সালাম ও সাজু আহমেদেরনৃত্য পরিচালনায় নৃত্য পরিবেশন করবেন তাদের দলের নৃত্যশিল্পীরা।
মীম চৌধুরীর উপস্থাপনায় ঈদের চতুর্থ দিন বিকাল ৫টা ৩৫ মিনিটে রবীন্দ্রসংগীত, নজরুলগীতি ও ফিউশন মিউজিকেরসমন্বয়ে আয়োজিত আনন্দলোকে নৃত্যালোকে অনুষ্ঠানটিতে নৃত্য পরিবেশন করেছেন কবিরুল ইসলাম রতনের দল।