Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে
  • ৩৬ বার দেখা হয়েছে

মোহনার ১৭৫তম সংগীত সন্ধ্যা

মোহনার ১৭৫তম সংগীত সন্ধ্যা

মোদাচ্ছেরুজ্জামান মিলু►

গাইবান্ধার নিয়মিত মাসিক সংগীতানুষ্ঠান মোহনা। মোহনা একদিকে যেমন একটি সাংস্কৃতিক সংগঠনের নাম তেমনি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম। সেই ১৯৯৩ সাল  থেকে যাত্রা শুরু করে এ পর্যন্ত মোহনা তার ১৭৫তম আসর শেষ করলো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা আসেন গাইবান্ধায় মোহনার অনুষ্ঠানে গান গাইতে। গাইবান্ধাবাসীও জানেন যে প্রতি মাসের প্রথম শুক্রবার মানেই গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমিতে সন্ধ্যায় মোহনার আসর বসবে। এরই ধারাবাহিকতায় এবারে ব্যতিক্রম হিসেবে শুক্রবার না হলেও সোমবার ৭ই জুলাই শিল্পকলায় অনুষ্ঠিত হয়ে গেল মোহনার ১৭৫তম সংগীতানুষ্ঠান। 

গান গেয়েছেন বগুড়ার শিল্পী জামিরুল ইসলাম জেমি এবং রংপুরের সেজুতি জাহান প্রিয়া। দুজনেই বিভিন্ন ঘরানার গান গেয়ে দর্শকদের মন জয় করে নিলেন এই আসরে। প্রিয়া গেয়েছেন-কবিতা পড়ার প্রহর, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, আমার মন কান্দে, প্রেমে পড়েছে মন অচেনা এক মানুষের, একটুস খানি দেখো ইত্যাদি গানসহ অন্যান্য গান। অপরদিকে জেমি গেয়েছেন-কেউ কোনোদিন আমারে তো কথা দিলো না, চোখের জলে আমি ভেসে চলেছি ইত্যাদি গান সহ অরিজিত সিং, এস আই টুটুল এবং ব্যান্ড ঘরানার অন্যান্য গানও পরিবেশন করেন। যন্ত্র সংগীতে শিল্পীদের সাথে সংগত করেছেন তবলায় মাহমুদ সাগর মহব্বত, কি বোর্ডে এসএম স্বাধীন, প্যাডে মানিক বর্মন, বেজ গিটারে তানভীর মাহতাব এবং লিড গিটারে অতিথি শিল্পী হিসেবে তপন সরকার। মোহনার অনুষ্ঠান উপস্থাপনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী, গীতিকার ও সাহিত্যিক অমিতাভ দাশ হিমুন। উপস্থাপকের অনুরোধে শুরুতে আমাদের মাঝে থেকে যারা না ফেরার দেশে চলে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা ও স্মরণে সকলে দাঁড়িয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন। অতপর অনুষ্ঠানের সংগীত পরিবেশনের আগেই অতিথি শিল্পীদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট প্রদান এবং উত্তরীয় পরিয়ে দিলেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad