Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৫-২-২০২৫, সময়ঃ বিকাল ০৩:৫৭
  • ৩৫ বার দেখা হয়েছে

ধাপেরহাটে সাবেক ছাত্রলীগ নেতা হত্যা: স্বজনদের শোকের মাতম

ধাপেরহাটে সাবেক ছাত্রলীগ নেতা হত্যা: স্বজনদের শোকের মাতম

তাজুল ইসলাম রেজা, সাদুল্লাপুর►

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নিহত মামুন মন্ডলের বাবা মান্নান মন্ডল বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করেন। 

এ মামলায় ২৭ জনের নাম উল্লেখ ও আরও ২০ থেকে ২২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। তবে শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি বলে জানান পুলিশ।

মামলার বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ইতোমধ্যে পুলিশ দূর্বৃত্তদের চিহ্নিত ও আটক করতে অভিযান শুরু করেছে। 

এদিকে, গাইবান্ধা শহর থেকে প্রায় ২৩ কিলোমিটার দূরে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের খামারপাড়া গ্রাম। আজ দুপুরে গিয়ে দেখা গেল, স্বজনদের শোকের মাতম। আল মামুনের বাড়িতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশিদের ভিড়। মা রনজিনা বেগম ও মামুনের স্ত্রী দিনা খাতুনসহ সবাই কান্নাকাটি করছেন।

শুক্রবার জুম্মার নামাজের পর ময়নাতদন্ত শেষে গাইবান্ধা থেকে গ্রামের বাড়িতে লাশ নিয়ে আসার পর এক হৃদয় বিদারক ঘটনার অবতারনা হয়। আত্মীয়-স্বজন ও প্রতিবেশিদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে। পরে বাদ আসর বিকাল সাড়ে ৪ টায় স্থানীয় পীরের হাট ঈদগাঁ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 

নিহতের স্ত্রী দিনা খাতুন জানান, গত ৩-৪ বছর থেকে আল মামুন দলের সাথে সক্রিয় ছিলো না। দীর্ঘদিন থেকে মামুন ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত ছিলো। সে বর্তমানে বিপিএলের সিলেট দলের নেট ফাস্ট বোলার ছিলো। আমি স্বামী হত্যার বিচার চাই।

প্রসঙ্গত. গতকাল বৃহস্পতিবার বিকাল পৌনে ৪ টার দিকে এক দল দূর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ধাপরেহাট জামদানি সড়ক মোড় এলাকায় মামুনের ওপর হামলা করে তাঁর শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। খবর পেয়ে তার স্বজনরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার নিয়ে যায়। কিন্তু পথিমধ্যে তার মৃত্যু হয়। পরে তার লাশ নিয়ে এলাকাবাসী ধাপেরহাটে অবস্থান নিয়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad