ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি►
গাইবান্ধার ফুলছড়িতে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (রবিবার, ১৯ জানুয়ারি) বিকেল ৩টায় ট্রাস্টের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের পরিচালক ইব্রাহিম আকন্দ সেলিম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার। অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, ফজলুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিলন, উদাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজের সহযোগী অধ্যাপক মুজিবুল হক ছানা, সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা সিরাজুল ইসলাম, ফুলছড়ি উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন জয়, কঞ্চিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহরিয়ার নিজাম সৌরভ, উদাখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান মাহমুদ রাহুল প্রমুখ।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবদান, স্বাধীনতা সংগ্রামে তার নেতৃত্ব এবং দেশপ্রেমের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এছাড়া বক্তারা দলীয় ঐক্য বজায় রাখা এবং আওয়ামী লীগ সরকারের দমননীতি ও ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।
দোয়া মাহফিলে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, সাংবাদিক এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।