Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২৪ ঘন্টা আগে
  • ৭২ বার দেখা হয়েছে

সাদুল্লাপুরে ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত ২ পুলিশ কনস্টেবল

সাদুল্লাপুরে ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত ২ পুলিশ কনস্টেবল

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি►

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই পুলিশ কন্সস্টেবেল গুরুতর আহত হয়েছেন। 

আজ (রবিবার, ১৯ জানুয়ারি) বিকেলের দিকে সাদুল্লাপুর-নলডাঙ্গা সড়কের দামোদরপুর উঁচু ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- আহসান হাবীব ও রামকৃষ্ণ সরকার। তারা সুন্দরগঞ্জর বামনডাঙ্গার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাদুল্লাপুর থেকে মোটরসাইকেল যোগে ওই দুই পুলিশ সদস্য বামনডাঙ্গা যাচ্ছিলেন। পথে ওই এলাকায় বিপরীতমুখি একটি ব্যাটারিচালিত ইজিবাইক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তারা দুইজনেই ছিটকে পড়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থা অবনতি হলে তাদেরকে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার জানান, ওই দুই পুলিশ সদস্য গাইবান্ধা আদালতে কাজ সেরে সাদুল্লাপুর হয়ে বামনডাঙ্গা ফাঁড়িতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তিনি আরও জানান, ইজিবাইকটিকে আটক করা যায়নি। তবে সনান্ত করতে পুলিশ চেষ্টা অব্যাহত রেখেছে। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad