Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-১-২০২৫, সময়ঃ সকাল ০৯:৫৮
  • ২১ বার দেখা হয়েছে

পঞ্চগড়ে আবারও তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

পঞ্চগড়ে আবারও তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

পঞ্চগড় সংবাদদাতা►

মাঘের শীতের প্রকোপ পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ে। তাপমাত্রার পারদ ১১ থেকে ৭ ডিগ্রির ঘরে নেমে এসেছে। এ নিয়ে জেলার ওপর দিয়ে আবারও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ (রবিবার, ১৯ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শুক্রবার (১০ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়।

তাপমাত্রা কমে যাওয়ায় জেলার নিম্ন আয়ের সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। তবে এদিন সকালে কুয়াশার দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণ কমে গেছে এবং সূর্যও দেখা গেছে।

এর আগে শনিবার (১৮ জানুয়ারি) থেকে তাপমাত্রা কমার পাশাপাশি ঘন কুয়াশাও পড়তে পারে বলে পূর্বাভাস দেয় আবহাওয়া অফিস।

জেলারপ্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, দুই দিন পরআজকে আবার ১০ ডিগ্রিরনিচে ৭ ডিগ্রির ঘরেতাপমাত্রা অবস্থান করছে। আজ রবিবার ভোর৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ডিগ্রি সেলসিয়াস। দুই দিন ধরে১১ থেকে ১২ ডিগ্রিরওপরে তাপমাত্রা রেকর্ডের পর আবার ৭ডিগ্রির ঘরে তাপমাত্রা রেকর্ডহওয়ায় মাঝারি শৈত্যপ্রবাহ বইছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad