সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শিক্ষকের কাছে চাঁদা দাবির মামলার আসামি কৃষকলীগ নেতা ও কথিত সাংবাদিক এ কে এম শামছুল হকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ (রবিবার, ১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বিশ্বাস হলদিয়া গ্রামের কামারপাড়া-নলডাঙ্গা সড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ওই এলাকার দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য দেন ধোপাডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আবুল খায়ের মাহমুদ হাসান বিশ্বাস, বিএনপি নেতা মো. আহসান হাবিব চান্দ মিয়া, মো. লুৎফর রহমান, সুফিয়া কামাল প্রমুখ।
জানা গেছে, গেল বছরের ১৮ আগস্ট বিশ্বাস হলদিয়া গ্রামের হাজিপাড়া নামক স্থানে দক্ষিণ ধোপাডাঙ্গা ওয়ার্ড কৃষকলীগ নেতা ও কথিত সাংবাদিক এ কে এম শামছুল হক ধোপাডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আবুল খায়ের মাহমুদ হাসান বিশ্বাসের চাকরির সাটিফিকেট ভুয়া উল্লেখ করে তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। এ নিয়ে ওই শিক্ষক আদালতে গত ৬ সেপ্টেম্বর মামলা করে। আদালত মামলাটি সুন্দরগঞ্জ থানায় এফআইআর হিসেবে গণ্য করার জন্য পাঠিয়ে দেন। থানার ওসি গত ১৬ সেপ্টেম্বর মামলাটি এজাহার হিসেবে গণ্য করে। ইতিমধ্যে থানা পুলিশ তদন্ত পূর্বক ঘটনার সত্যতা রয়েছে মর্মে প্রতিবেদন আদালতে জমা দিয়েছে। কিন্তু ওই কৃষকলীগ নেতা ও কথিত সাংবাদিক মামলাটি ভিন্নখাতে নেয়ার অশুভ চেষ্টা করছে। এরই প্রতিবাদে এলাকাবাসী্ ওই সাংবাদিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তাগণ বলেন, কথিত সাংবাদিক শামছুল হকের অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী। ওই কথিত সাংবাদিক তাঁর জন্মদাতা মাকে পিঠিয়ে আহত করার অপরাধে মা শাহার বানুর দায়ের করা মামলায় জেল খেটেছে। জিআর ২৬৪/২২ মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। বক্তাগণ শামছুল হকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
এ ব্যাপারে একেএম শামছুল হকের সাথে বহুবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।