নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধায় অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ (শনিবার, ১৮ জানুয়ারি) সকালে শহরের সার্কুলার রোডে জেলা বিএনপি কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শহর ও সদর উপজেলা কমিটির উদ্যোগে এ কম্বল বিতরণের আয়োজন করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, জেলা সহ-সভাপতি ও শহর কমিটির আহ্বায়ক শহীদুজ্জামান শহীদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক খন্দকার আমির হামজা, আরিফ মাহমুদ আপেল ও ওয়ালিদ শাকিল।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল বলেন, শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে অসহায় মানুষদের রক্ষা করা সম্ভব। গাইবান্ধার অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা খুশি। অসহায় দরিদ্র মানুষের জন্য আমাদের কার্যক্রম চলমান থাকবে।