Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৭-১-২০২৫, সময়ঃ রাত ০৮:০৮
  • ৫১ বার দেখা হয়েছে

গাইবান্ধায় হয়ে গেল মাদকবিরোধী প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

গাইবান্ধায় হয়ে গেল মাদকবিরোধী প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

নিজস্ব প্রতিবেদক►

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে গাইবান্ধায় হয়ে গেল মাদকবিরোধী প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ। এতে জয়পুরহাটকে ৪-০ গোলে হারিয়েছে গাইবান্ধা জেলা দল। 

আজ (মঙ্গলবার, ৭ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা সরকারি কলেজ মাঠে এ ফুটবল ম্যাচের উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ ফুটবল ম্যাচের আয়োজন করে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা।

গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমানের সভাপতিত্বে প্রীতি ফুটবল ম্যাচের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধার উপ-পরিচালক মো. শাহ্-নেওয়াজ, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন ও বিআরটিএ গাইবান্ধার সহকারী পরিচালক রবিউল ইসলাম।

পরে গাইবান্ধা জেলা দল ও জয়পুরহাট জেলা দলের মধ্যকার প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় জয়পুরহাটকে ৪-০ গোলে হারায় গাইবান্ধা জেলা দল। গাইবান্ধার হয়ে দুটি গোল করে ম্যান অব দ্য ম্যাচ হন হাবিবা। এছাড়া আসমা ও রাত্রি একটি করে গোল করেন। খেলা পরিচালনা করেন দেবাশীষ চক্রবর্তী দেবু, আশরাফুল ইসলাম আসাদ ও মাহফুজ সরকার জাপান। শেষে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad