নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ফেনসিডিলসহ মজনু সরকার (৩৭) নামে এক ‘মাদক কারবারি’কে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার কাছ থেকে ১০৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেফতার মজনু সরকার উপজেলার কেশবপুর এলাকার জাফরুল ইসলামের ছেলে।
আজ (মঙ্গলবার, ৭ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ্-নেওয়াজ। এর আগে সোমবার (৬ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে উপজেলার কেশবপুর এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ্-নেওয়াজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি মজনু সরকারের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বসতবাড়ির শয়ন কক্ষের খাটের নিচে প্লাস্টিকের বস্তায় রাখা ১০৭ বোতল ফেনসিডিল জব্দসহ তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।