নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধার সাঘাটা উপজেলায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে। আজ (মঙ্গলবার, ৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ভরতখালি ইউনিয়নের উল্লাহ বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।
ক্ষতিগ্রস্তরা হলেন: অটোবি ফার্নিচারের মোখলেছ মিয়া, সাহা ট্রের্ডাসের শ্যামল সাহা ও সিমেন্ট গোডাউনের মাজেদুল ইসলাম। তাদের দাবি এ অগ্নিকাণ্ডে তাদের ৫০-৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানায়, সাড়ে ১১টার দিকে উল্যাবাজারের মোখলেছ ফার্ণিচার থেকে আগুনের সূত্রপাত ঘটে। সেখান থাকে পাশের ওই দুই দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাঘাটা, ফুলছড়ির দুটি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই তিনটি দোকান ও দুটি বসতঘর পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মাহমুদুল হাসান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।