নিজস্ব প্রতিবেদক►
কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা।
আজ (সোমবার, ৩০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শহরের পৌরপার্কের সামনে ডিবি রোডে এ কর্মসূচি পালন করেন তারা। ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, গাইবান্ধা জেলার সাবেক জেলা ও উপজেলার কমান্ডারবৃন্দ’র ব্যানারে এ কর্মসূচিতে শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেন।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক মাহমুদুল হক শাহজাদার সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধা সংসদের সদর উপজেলার সাবেক কমান্ডার আলী আকবরের সঞ্চালনায় এ মানববন্ধনে প্রাক্তন ডেপুটি জেলা কমান্ডার ওয়াসিকার মোহাম্মদ ইকবাল মাজু, ফুলছড়ি উপজেলার সাবেক কমান্ডার হবিরব রহমান, সাবেক কমান্ডার আজহারুল ইসলাম বাবলুসহ আরও অনেকে বক্তব্য দেন।
এ সময় মুক্তিযোদ্ধারা বলেন, একাত্তরের সময়ে দেশ স্বাধীন করেছি, অপমান হওয়ার জন্য? সেদিন আমরা জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধে না গেলে আজ এভাবে কথা বলতে পারতেন না। বীর মুক্তিযোদ্ধা কানুর ওপর হামলা কেন? মুক্তিযোদ্ধারা অপরাধ করতে পারে, তার জন্য দেশে আইন রয়েছে, বিচার হবে। কিন্তু তাকে জুতার মালা পড়িয়ে হামলা করতে হবে কেন? একজন প্রকৃত বীর মুক্তিযোদ্ধাকে অসম্মান মানে, পুরো জাতির জন্য অসম্মান।
এ সময় মুক্তিযোদ্ধারা, এ হামলার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।