নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধা সদর উপজেলার মোল্লার চরে বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
আজ (শনিবার, ২৮ ডিসেম্বর) দুপুরে পশ্চিম চিথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অন্তর্ভুক্তিমূলক বহুমুখী বন্যা আশ্রয়কেন্দ্রের উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
কেয়ার বাংলাদেশের কারিগরি সহায়তায় ও স্থানীয় বাস্তবায়নকারী সংস্থা এসকেএস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন প্রদৃপ্ত প্রকল্পের মাধ্যমে নিয়মিত বন্যা কবলিত মোল্লারচর ইউনিয়নে বন্যাকালীন জনগোষ্ঠীর আশ্রয় নেয়া ও সার্বিক দুর্যোগের ক্ষতি কমিয়ে আনার জন্য পশ্চিম চিথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টিকে একটি অন্তর্ভুক্তিমূলক বহুমুখী বন্যা আশ্রয়কেন্দ্রে হিসেবে নির্মাণ করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক একেএম হেদায়েতুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নবেজ উদ্দিন সরকার, সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান, মোল্লারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম, কামারজানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মতিউপ রহমান, কেয়ার বাংলাদেশের হিউম্যানিটারিয়ান এন্ড ক্লাইমেট একশন প্রোগামের উপ-পরিচালক মৃতুঞ্জয় দাশ, এসকেএস ফাউন্ডেশনের উপ-পরিচালক খন্দকার জাহিদ সরোয়ার সোহেল, প্রদৃপ্ত প্রকল্পের কর্মসূচি ব্যবস্থাপক এসএম জগলুল রাজিবসহ এসকেএস ও কেয়ার বাংলাদেশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটি, শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বন্যা আশ্রয়কেন্দ্রটিতে বন্যাকালিন প্রায় ২০০-২৫০ পরিবার আশ্রয় নিতে পারবে। আশ্রয়কেন্দ্রে গবাদিপ্রাণির জন্য পৃথক শেড নির্মাণ করা হয়েছে। এছাড়া জরুরী চিকিৎসা কেন্দ্র, শিশু বান্ধব কেন্দ্রসহ নারী-পুরুষের জন্য আলাদা আলাদা ওয়াশ ব্লকও নির্মাণ করা হয়েছে। সর্বোপরি আশ্রয়কেন্দ্রটি বন্যার লেভেলকে চিন্তা করে নির্মাণ করা হয়েছে।