Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৯-১২-২০২৪, সময়ঃ রাত ০৯:৩৪
  • ৪৯ বার দেখা হয়েছে

গাইবান্ধায় ট্রেন থেকে ৮২ বোতল ফেনসিডিলসহ আটক ২ নারী

গাইবান্ধায় ট্রেন থেকে ৮২ বোতল ফেনসিডিলসহ আটক ২ নারী

নিজস্ব প্রতিবেদক►

লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী পদ্মরাগ কমিউটার ট্রেন থেকে  ৮২ বোতল ফেনসিডিলসহ দুই নারীকে আটক করেছে গাইবান্ধা রেলওয়ে পুলিশ।

আজ (রবিবার, ২৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গাইবান্ধা রেলওয়ে স্টেশন থেকে তাদের আটক করা হয়। 

গাইবান্ধার বালাসী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

আটকরা হলেন: নওগাঁ সদর উপজেলার চকদেব জনকল্যাণ স্কুলপাড়া গ্রামের রিক্তা আক্তার ইতি (৩৪) এবং কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পূর্বচর পাড়াতলা গ্রামের রাজিয়া সুলতানা (৩৫)।

রেলওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা রেলওয়ে স্টেশনে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় পদ্মরাগ কমিউটার ট্রেনে রাজিয়া সুলতানার কাছ থেকে ৪২ বোতল এবং রিক্তা আক্তার ইতির কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। 

বালাসী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল মতিন বলেন, মাদকবিরোধী অভিযানে দুই নারীকে আটক করা হয়েছে। সেইসঙ্গে তাদের কাছ থেকে ৮২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad